বিজ্ঞপ্তি
- আগামী ১০-১২-২০২৫ইং হইতে ২৮-১২-২০২৫ইং পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের ফরম বিতরণ করা হচ্ছে । বিঃদ্রঃ আসন সংখ্যা সীমিত ( ০৯-১২-২০২৫ )
- পরীক্ষা তারিখ ও ভর্তির ফিস ( ০৯-১১-২০২৫ )
- কাছিমপুর উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির তফসিল ঘোষণা ( ২০-১০-২০২৫ )
- হক বৃত্তির আবেদন চলছে ( ০৯-১০-২০২৫ )
- ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান ( ০৯-১০-২০২৫ )
প্রতিষ্ঠান সম্পর্কে
কাছিমপুর উচ্চ বিদ্যালয়টি ১৯৪৬ ইংরেজি সনে এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৫১ সালে বিদ্যালয়টি
সরকারিভাবে স্বীকৃত প্রাপ্ত হয়। অদ্যাবধি পর্যন্ত বিদ্যালয়টি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।
বিদ্যালয়টিতে বর্তমানে বিজ্ঞান, মানবিক, ব্যবসায়ী শিক্ষা ও কম্পিউটার শিক্ষা চালু আছে।
বিদ্যালয়টিতে বর্তমানে ৩৭৭ জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত রয়েছে।
বিদ্যালয়টিতে উভয় লিঙ্গের শিক্ষার্থী বিদ্যমান রয়েছে এবং প্রতিষ্ঠানটি প্রথম থেকেই এমপিওভুক্ত।
অবস্থানঃ
অবস্থানগত ভাবে বিদ্যালয়টি ঈশ্বরগঞ্জ সদর হইতে 12 কি.মি. পূবে সোহাগী রেলস্ট্রেশন থেকে 4 কি.মি. পূবে আঠারবাড়ী রেল ষ্ট্রেশন হইতে 6 কি.মি.
পশ্চিম- দক্ষিনে অবস্থিত।
সভাপতির বাণী
প্রধান শিক্ষকের বানী
অনলাইন ভর্তি