প্রতিষ্ঠান সম্পর্কে
কাছিমপুর উচ্চ বিদ্যালয়টি ১৯৪৬ ইংরেজি সনে এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৫১ সালে বিদ্যালয়টি 
সরকারিভাবে স্বীকৃত প্রাপ্ত হয়। অদ্যাবধি পর্যন্ত বিদ্যালয়টি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। 
বিদ্যালয়টিতে বর্তমানে বিজ্ঞান, মানবিক, ব্যবসায়ী শিক্ষা ও কম্পিউটার শিক্ষা চালু আছে।
বিদ্যালয়টিতে বর্তমানে ৩৭৭ জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত রয়েছে। 
বিদ্যালয়টিতে উভয় লিঙ্গের শিক্ষার্থী বিদ্যমান রয়েছে এবং প্রতিষ্ঠানটি প্রথম থেকেই এমপিওভুক্ত।
অবস্থানঃ 
অবস্থানগত ভাবে বিদ্যালয়টি ঈশ্বরগঞ্জ সদর হইতে 12 কি.মি. পূবে সোহাগী রেলস্ট্রেশন থেকে 4 কি.মি. পূবে আঠারবাড়ী রেল ষ্ট্রেশন হইতে 6 কি.মি.
 পশ্চিম- দক্ষিনে অবস্থিত। 
সভাপতির বাণী
...
খাদিজা বেগম

সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা।ঐতিহ্যবাহী কাছিমপুর উচ্চ বিদ্যালয়টি ১৯৪৬ সাল থেকে এই জনপদে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি  ম্যানেজিং কমিটির সুনিবিড় তত্ত্বাবধানে এবং দক্ষ প্রধান শিক্ষকের নেতৃত্বে  মেধাবী ও খ্যাতিমান শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্মানিত অভিভাবক-অভিভাবিকা, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা আমি একান্ত ভাবে কামনা করছি।

প্রধান শিক্ষকের বানী
...
সৈয়দ নূর নবী মোস্তাকিম
প্রিয় শিক্ষক, কর্মচারী, ছাত্র, ও অভিভাবকবৃন্দ। আমি সৈয়দ নূর নবী মোস্তাকিম কাছিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হওয়ার জন্য গর্বিত এবং আমার দায়িত্ব স্কুল পরিচালনা এবং শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা। আমি আমরা সকল শিক্ষক, কর্মচারী, ও অভিভাবকের সহায়তায় এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রতিবদ্ধ। আমি প্রতিষ্ঠানের সকল কাজে সহায়ক থাকতে এবং প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখতে সর্বদা প্রস্তুত। আমরা সরকারী নীতিমালা এবং নির্দেশনা মেনে চলার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই নির্দেশনাকে সঠিকভাবে অনুসরন করতে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করব। সম্প্রতি , সকল সদস্যের সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা প্রতিষ্ঠানটি আরও উন্নত এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুরক্ষিত রাখতে চাই। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।
অনলাইন ভর্তি
...